হোম আন্তর্জাতিক স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় আটালায়াস এলাকায় জনপ্রিয় টিয়েটার নাইটক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস নতে কষ্ট হওয়ায় প্রাথমিকভাবে চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন