আন্তর্জাতিক ডেস্ক :
নজিরবিহীন তুষারপাতের কবলে পড়েছে স্পেন। এতে দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাতের কবলে স্পেনের মাদ্রিদ শহর। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে তুষারপাতের কারণে প্রায় ৩৩টি রাস্তা বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগে বাসিন্দারা। খবর রয়টার্স।
স্থানীয় সময় বুধবার (২০ এপ্রিল) তুষারঝড়ের কবলে পড়ে স্পেনের রাজধানী মাদ্রিদ ও আশপাশের অঞ্চল। গত ২০ বছরের এপ্রিল মাসের মধ্যে এবারই সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। বরফে ঢেকে গেছে বিভিন্ন এলাকা। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা।
সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়ে সাধারণ মানুষ। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। মাদ্রিদসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে, একটু পরপর বরফ পরিষ্কারের কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেক কমে গিয়েছে। এর আগে ১৯৫৬ সালের ২ ফেব্রুয়ারি স্পেনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল লেলিদায় হিমাঙ্কের নিচে -৩২ ডিগ্রি সেলসিয়াস।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠান্ডা ও তুষারপাতে আক্রান্ত শহরগুলোর বাসিন্দাদের এই বৈরী আবহাওয়া মোকাবিলার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কাবস্থায় চলাচল করতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।