হোম খেলাধুলা স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চান পেদ্রি

খেলাধূলা ডেস্ক:

২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের স্বাদ পায় স্পেন। এরপরে তেমন ভালো করতে পারেনি দলটি। তবে সম্প্রতি উয়েফা নেশন্স লিগ জেতা পেদ্রি বড় স্বপ্ন দেখেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ক্লাব ফুটবলে জিততে চান চ্যাম্পিয়ন্স লিগ।

গত ১৮ জুন উয়েফা নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে স্পেন। ম্যাচটিতে ফুটবল ভক্তদের নজর কেড়েছেন ২০ বছর বয়সী পেদ্রি। মিডফিল্ড থেকে আক্রমণে প্রতিপক্ষের জন্য যেন এক ত্রাসের নাম পেদ্রি।

ইতোমধ্যে বার্সেলোনার হয়ে তিনটি শিরোপা ছোঁয়ার সুযোগ পেয়েছেন এই মিডফিল্ডার। এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অন্য দিকে দেশের জার্সিতে পেদ্রির লক্ষ্য বিশ্বকাপ।

এ বিষয়ে পেদ্রি বলেন, ‘আমার অনেক বড় লক্ষ্য রয়েছে। সবসময় মনের মধ্যে সেগুলো চলতে থাকে। একটি হলো স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চাই, অন্যটি বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এই লক্ষ্য অর্জনের জন্য আমি লড়াই করে যাবো।’

স্প্যানিশ এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমি জানি এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন। কিন্তু বর্তমান অবস্থান আমাকে অনুপ্রেরণা দেয়। সেজন্য পরিশ্রমের বিকল্প নেই। আমাদের ভালো একটি দল রয়েছে। এই জায়গা থেকে সবকিছু অর্জন করা সম্ভব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন