হোম খেলাধুলা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মাঠ নিয়ে দুর্নীতির অভিযোগ

স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মাঠ নিয়ে দুর্নীতির অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২৪তম আসর বসবে ২০৩০ সালে, যেখানে প্রথমবারের মতো দুই মহাদেশের তিনটি দেশ-স্পেন, পর্তুগাল ও মরক্কো প্রধান আয়োজক হিসেবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। তবে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদ্যাপনে বিশেষভাবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। উদ্বোধনী ম্যাচ ও বিশেষ শতবর্ষী উদ্যাপন হবে উরুগুয়ের ইতিহাস খ্যাত ‘এস্তাদিও সেন্টেনারিও’-তে। পরবর্তী দুটি ম্যাচ আর্জেন্টিনার বুয়েনস আইরেস এবং প্যারাগুয়ের আসুনসিয়নে অনুষ্ঠিত হবে।

এই বিশ্বকাপ উত্তর আফ্রিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ২০১০ সালের পর এই মহাদেশে এটি হবে প্রথম বিশ্বকাপ। একইভাবে, ২০১৪ সালের পর দক্ষিণ আমেরিকা এবং ২০১৮ সালের পর ইউরোপেও আবার বিশ্বকাপ ফিরছে। তবে বিশ্বকাপ আয়োজনে স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে এক স্টেডিয়ামের জায়গায় আরেক স্টেডিয়ামের নাম যুক্ত করার।

আর অভিযোগ প্রকাশ্যে আসতেই ২০৩০ বিশ্বকাপের স্পেনের আয়োজক কমিটির প্রধান মারিয়া তাতো পদত্যাগ করেছেন, যা বিশ্বকাপের প্রস্তুতিকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। ৪৮ দল নিয়ে ২০৩০ সালে ২০টি ভেন্যুতে আয়োজন হবে ঐ বিশেষ বিশ্বকাপ। যার মধ্যে স্পেনেরই রয়েছে ৯টি স্টেডিয়াম। সেখানেরই একটি স্টেডিয়াম নিয়ে উঠেছে অভিযোগ।

স্পেনের সংবাদপত্র ‘এল মুন্ডো’ এক প্রতিবেদন প্রকাশ করে, ভিগো এলাকার বালাইদোস স্টেডিয়ামের বদলে স্যান সেবাস্তিয়ানের আনোয়েতা স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেই ভিগোর মেয়র আবেল কাবায়েরো সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, কেন, কার নির্দেশে এবং কোন পরিপ্রেক্ষিতে তার শহরের মাঠ থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবিও তোলেন তিনি। যদিও এখনো পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দুর্নীতি প্রকাশ্যে আসতেই তাতো পদত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন