হোম এক্সক্লুসিভ ‘স্পাইডারম্যান’ নিষিদ্ধ করল আরব আমিরাত

বিনোদন ডেস্ক:

আরব আমিরাতে নিষিদ্ধ করা হয়েছে ‘স্পাইডার ম্যান: অ্যাক্রোস দ্যা স্পাইডার ভার্স’ নামের সিনেমাটি। নীতিবিরুদ্ধ প্রতীক পোস্টারে থাকার কারণে প্রেক্ষাগৃহে মুক্তির এক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

আমেরিকার সংবাদমাধ্যম ভ্যারাইটিতে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন অনুসারে, সিনেমাটি সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ হওয়ার কারণ পোস্টারের ব্যাকগ্রাউন্ডের একটি দৃশ্য। যে দৃশ্যে ট্রান্সজেন্ডার পতাকাকে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া পোস্টারে লেখা রয়েছে ‘প্রোটেক্ট ট্রান্স লাইভস।’ যা সাধারণ মানুষকে প্রকৃতিবিরুদ্ধ কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে মনে করছে দেশটি। কারণ সংযুক্ত আরব আমিরাতে সমকামি যৌন ক্রিয়াকলাপকে অপরাধের চোখে দেখা হয়।

এদিকে হিউম্যান ডিগনিটি ট্রাস্ট বলছে, দেশে ট্রান্স মানুষের লিঙ্গ প্রকাশও অপরাধমূলক। এমনকি এসব অপরাধীর শাস্তির মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে অনেক দেশে।

সংযুক্ত আরব আমিরাত দেশটির আইনে ফৌজদারি কোডের অধীনে সমকামী যৌন কার্যকলাপ নিষিদ্ধ এবং এসব কার্যকলাপ অস্বাভাবিক যৌনতা বলে বিবেচিত। তাই দেশটির ন্যূনতম শাস্তি হিসেবে ধরা হয়েছে আর্থিক দণ্ডের সঙ্গে ১ বছরের কারাবাসও।

‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ সংযুক্ত আরব আমিরাতেই শুধু নিষিদ্ধ হয়নি। আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কুয়েত ও সৌদি আরবেও সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।

সিনেমায় সমকামিতা উদ্বুদ্ধের কারণে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ সিনেমার আগে গত বছর ডিজনি এবং পিক্সারের লাইটইয়ারও নিষিদ্ধ করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন