হোম অন্যান্যসারাদেশ স্থায়ী শহিদ মিনার প্রতিষ্ঠার দাবি বাংলাদেশ  কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার।
মালয়েশিয়া থেকে বাপ্পি দাস :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া। আলোচনার সময় বক্তারা মালয়েশিয়া স্থায়ী শহিদ মিনারে দাবি জানান, বক্তারা বলেন মালয়েশিয়া ১০ লক্ষ এর বেশী বাংলাদেশী বসবাস করেন। যদি একটি স্থানীয় শহিদ মিনার থাকে তাহলে  প্রতিবছর প্রবাসীরা  এক স্থানে এসে ভাষা শহীদের স্মরণে ফুল দিতে পারবেন।
বাংলাদেশ  কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সাধারণ  সম্পাদক সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি   মোহাম্মদ আব্দুল কাদেরের  সঞ্চালনায় সভাপতিত করেন সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজু আর টিভি প্রতিনিধি মালয়েশিয়া ।
ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ফেসবুক লাইভে বক্তব্য রাখেন, মালয়েশিয়া মাহশা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুশ বাসার,কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ টি এম এমদাদুল হক, ন্যাশানাল ব্যাংক লিমিটেড এর প্রাধান নির্বাহী ও ভাইস পেসিডেন্ট শেখ আক্তার উদ্দিন আহমেদ, অগ্রনী রেমিডেন্স হাউজ এসডিএন বি এই ডির প্রাধান নির্বাহী ও পরিচালক গোলাম মোর্শেদ রিজভী, তরুন চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ সহ  প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারফেজ, সহ সভাপ্রতি আমিনুল ইসলাম রতন,সহ সভাপতি কায়সার হামিদ হান্নান এন টিভি প্রতিনিধি মালয়েশিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক ওআইসি টুডের মালয়েশিয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফটো সাংবাদিক , প্রাচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাবাসসুম নির্বাহী সদস্য বাপ্পি কুমার দাস,শওকত হোসেন জনি উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন