হোম Uncategorizedবাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ : বদিউল আলম

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ : বদিউল আলম

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

অনলাইন ডেস্ক:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। ৮ ডিসেম্বর (রবিবার) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন