হোম রাজনীতি স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

অনলাইন ডেস্ক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন।

অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, দিল্লিতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।

দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে বিএনপি বড় ধরনের সমাবেশ করেছে। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা ময়দানে আয়োজিত এই জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জনসভায় যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন