হোম খুলনাসাতক্ষীরা স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা বিষয়ে সাতক্ষীরা জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা বিষয়ে সাতক্ষীরা জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা বিষয়ে জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন ও বেসরকারী সংগঠন ফ্রেন্ডশিপের আয়োজনে এবং ব্রিটিশ হাই কমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত শেয়ারিং মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন।
ফ্রেন্ডশিপের সহকারি পরিচালক ফরিদ আহমেদ সাগরের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এফএম মান্নান কবীর, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ ইশরাত জাহান সুমনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনির, উত্তরন প্রতিনিধি এড. মনির হোসেন, ফ্রেন্ডশিপের রিজিওনাল কোওর্ডিনেটর এ.কে.এম সাখওয়াত হোসেন, রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, উপজেলা প্রজেক্ট কোওর্ডিনেটর দীপঙ্কর সাহা, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম মোয়াজ্জেমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, শ্যামনগর ও আশাশুনির ১৩ টি উপকূলীয় ইউনিয়নের জলবায়ু ঝুঁকি যাচাই পূর্বক প্রকল্প পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা প্রকল্প কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এবং সরকারের বিভিন্ন দপ্তর কর্তৃক প্রকল্প গুলি বাস্তবায়ন করা হবে বলে প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপের সহকারি পরিচালক ফরিদ আহমেদ সাগর।
সভায় জানানো হয়, নবপল্লব প্রকল্পের মাধ্যমে ফ্রেন্ডশিপ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুযোর্গ ঝুঁকি লাঘব করে টেকশই অবকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন