আন্তর্জাতিক ডেস্ক :
স্ত্রীর প্রতি ‘অসন্তুষ্ট’ ছিলেন জানিয়ে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে ২৪ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ মে) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মুকুন্দওয়াড়ি থানার এক কর্মকর্তা জানান, মুকুন্দনগরের বাসিন্দা সমাধন সাবলে নামে ওই তরুণ সোমবার (১৬ মে) নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
মুকুন্দওয়াড়ি থানার ইনচার্জ ব্রহ্ম গিরি জানান, ওই তরুণের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে সাবলে দাবি করেছেন যে তার স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারেন না। এমনকি ঠিকমতো হাঁটতে বা কথা বলতেও পারেন না।
পুলিশ জানায়, নিজের চেয়ে ছয় বছরের বড় এক নারীকে ছয় মাস আগে বিয়ে করেন সমাধন সাবল। আত্মহত্যার এ ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।