নড়াইল অফিস :
স্ত্রী ও স্ত্রীর পরকিয়া প্রেমিকের দ্বারা নির্যাতন সহতে না পেরে অসহায় স্বামীর সংবাদ সম্মেলন। শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নড়াইলের রতনগঞ্জ পোষ্ট অফিসের পিয়ন মানছুর ও স্ত্রী রেহানা খানমের অবৈধ সম্পর্কের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিথ্যা হয়রানি মুলক নারী নির্যাতন মামলার প্রতিবাদে ৯ নভেম্বর বিকেলে ”নড়াইল কণ্ঠ” আলাদাতপুর,কার্যালয়ে ভুক্তভোগী রাসু মোল্যা ও তার পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের সামনে স্বামী মফিজ শিকদারের আত্বীয় রাসু মোল্যা লিখিত বক্তব্যে পাঠ করেন।
২০১৮সালের ২৩মার্চ তিনি ইসলামী শরিয়াহ্ মোতাবেক মফিজ শিকদার, লোহাগড়া থানার কোটালী গ্রামের মেয়ে রেহানা খানমকে দুই লাখ টাকা দেনমোহর ধার্য্যে বিবাহ করেন। মানছুর নড়াইল সদর উপজেলার রতনগঞ্জ পোষ্ট অফিসে পিয়ন পদে কর্মরত। কিছুদিন আগে কোন এক মাধ্যমে মফিজ শিকদারের স্ত্রীর সাথে মানছুরের পরিচয়ের সুবাদে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। নানা কৌশলে স্ত্রীকে ফুসলিয়ে মফিজ শিকদারের কাছ থেকে একাধিকবার নানা অজুহাতে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । সর্বশেষ চেতনা নাশক ট্যাবলেট খাইয়ে ২০২২সালের ২৩মে ঘরে তালাবদ্ধ করে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার স্বর্ণালঙ্কার সহ রেহানা খানম ও তার পরকিয়া প্রেমিক পোষ্ট অফিসের পিয়ন মানছুরের হাত ধরে পালিয়ে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি তাদের উপযুক্ত শাস্তির দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার কর্মী ও ভুক্তভোগীর স্বজনরা।