আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। প্রেমিকের হাত ধরে পালিয়েও যান তিনি। তবে ফিরে আসার পর সালিশি সভায় ডিভোর্সের কথা জানিয়ে নিঃশর্তে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী, ব্যবস্থা করলেন বিয়েরও।
শনিবার (১৯ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামে। মিটমাটের পর পেশায় রাজমিস্ত্রি মতিলাল সিংহয়ের স্ত্রী স্বপ্না সিংহকে নিয়ে নতুন করে সংসার বেধেছেন পেশায় কলমিস্ত্রি যুবক তাপস সিংহ। আর বিদায় জানিয়ে মতিলাল তার সদ্য সাবেক স্ত্রীকে বলেছেন, ‘জিলে আপনি জিন্দেগি’।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিলাল সিংহের বিয়ে হয়েছিল প্রায় আট বছর আগে। কিন্তু একসময় তার স্ত্রী ভালোবাসার জালে জড়িয়ে পড়েন প্রতিবেশী গ্রামের এক যুবকের সঙ্গে। এরপর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে কাউকে কিছু না জানিয়ে প্রেমিক তাপস সিংহের হাত ধরে পালিয়ে যান স্বপ্না সিংহ। তবে সম্প্রতি নিজেদের বাড়িতে ফিরে আসেন তারা। পালানোর পর এলাকায় পরকীয়ার কথা জানাজানি হয়। তাই তারা ফিরতেই গ্রামে বসে সালিশি সভা। এরপর স্বামী মতিলাল সিংহ সালিশি সভায় দাঁড়িয়ে প্রেমিকের হাতেই স্ত্রী স্বপ্নাকে তুলে দিয়েছেন।
এদিন মতিলাল সিংহ জানিয়েছেন, তার স্ত্রী স্বপ্না মাঝে-মধ্যেই বোনের বাড়ি যাওয়ার নাম করে প্রেমিক তাপসের সঙ্গে হোটেল, রেস্টুরেন্ট ও পার্কে ঘুরে বেড়াতো। বহুবার চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে পারেননি।
তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বপ্নাকে নিয়ে আর সংসার করতে চান না। তাই তাপসের সঙ্গে স্বপ্নার বিয়েতে তার কোনো আপত্তি নেই। যদিও সরকারিভাবে এখনই মতিলালকে ডিভোর্স দিতে রাজি হননি স্বপ্না।
এদিকে তাপস সিংহও প্রায় ১৯ বছর আগে গ্রামের এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলে জানা গেছে। তার বাড়িতে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। যদিও এ প্রসঙ্গে তাপস সিংহ এবং গৃহবধূ স্বপ্না সিংহ কোনো মন্তব্য করেননি।
সূত্র: এই সময়