হোম ফিচার স্টার সিনেপ্লেক্স এবার বগুড়ায়

বিনোদন ডেস্ক :

বগুড়ার পুলিশ প্লাজায় চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্সের নতুন শাখা। এর মাধ্যমে প্রথমবারের ঢাকার বাইরে চালু হতে যাচ্ছে সিনেমা হলটির প্রথম শাখা।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মেজবাহ উদ্দিন জানান, বগুড়ার শহরের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটির নতুন শাখা চালু হবে। আগামী রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁও হোটেলে এ বিষয়ে চুক্তিটি সাক্ষরিত হবে।

প্রসঙ্গত, দেশের সিনেমা হলের চিরায়ত রূপ বদলে দিয়েছে ‘স্টার সিনেপ্লেক্স’। আধুনিক ও মাল্টিপল স্ক্রিন ধারা শুরু হয় প্রতিষ্ঠানটির হাত ধরেই। ২০০৪ সালে বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি মাল্টিপ্লেক্স চালু করে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি মোড়ে, সনি স্কয়ারে তিনটি থিয়েটার নিয়ে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বগুড়ায় স্টার সিনেপ্লেক্স চালু হলে এটি হবে তাদের পঞ্চম শাখা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন