হোম জাতীয় স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

জাতীয় ডেস্ক :

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মহাখালী স্বাস্থ্য ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় ডিজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ইতিবাচক, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

ডিজি আরও বলেন, আমাদের বাচ্চারা দীর্ঘদিন ধরে ঘরে থেকে থেকে নানা ধরনের সমস্যায় ভুগছে। তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে খুবই ভালো।

শিক্ষকদের টিকা দেওয়া মোটামুটি শেষ। বাকিদের টিকার আওতায় আনতে পারলে হয়তো দেওয়া যাবে। এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আমাদের একটি বৈঠক আছে। এ ছাড়া সচিবের সঙ্গে বৈঠক আছে, এটার পর সিদ্ধান্ত হবে আমরা কী করব।

এদিকে, মহামারি করোনাভাইরাসের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৯২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ১২৬ জন।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৫১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জন।

এ তালিকায় ফ্রান্সকে হটিয়ে পঞ্চম স্থানে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭ লাখ ৮৯ হাজার ৫৮১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৫৩৫ জন।

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইরান নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন