হোম খেলাধুলা সৌম্য সরকারের শ্বশুর মারা গেছেন

সৌম্য সরকারের শ্বশুর মারা গেছেন

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের শ্বশুর গোপাল চন্দ্র দেবনাথ মারা গেছেন। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ৮ অক্টোবর তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সৌম্য সরকার।

আগেবঘন পোস্টে সৌম্য লিখেছেন, ‘আমার শ্বশুর গোপাল চন্দ্র দেবনাথ ৩ বছর সাহসের সাথে ক্যানসরের সঙ্গে লড়াই করার পর ৮ই অক্টোবর ২০২৫ তারিখে মারা যান, কিন্তু এই বেদনা একবারের জন্যও তার দয়ালু হৃদয়কে পরিবর্তন করতে পারেনি। তার অনুপস্থিতি গভীর শূন্যতা তৈরি করে, কিন্তু তার সমর্থন, তার পরামর্শ এবং তার ভালোবাসা চিরকাল আমার সাথে থাকবে।’

সবার কাছে প্রার্থনা সৌম্য আরও লিখেছেন, ‘তিনি সত্যিই আমাকে তার নিজের ছেলের মতো অনুভব করিয়েছিলেন। শান্তিতে ঘুমান বাবা। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। সবাই প্রার্থনা করুন যে তার বিদেহী আত্মা যেন স্বর্গে স্থান পায়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন