হোম খেলাধুলা সৌম্যকে হারানোর পর বাংলাদেশের একশ

সৌম্যকে হারানোর পর বাংলাদেশের একশ

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১০৪/২ (শান্ত ৩৬*, মিরাজ ৩*, সৌম্য ৩৫, তানজিদ ২২)

৯৩ বলে ৭১ রানের জুটি ভেঙে গেলো। সৌম্য সরকার এলবিডব্লিউ হলেন রশিদ খানের বলে। ১৯তম ওভারের এক বল বাকি থাকতে আউট হন তিনি। তারপর মেহেদী হাসান মিরাজ এসে প্রথম বলে সিঙ্গেল নিলে বাংলাদেশের স্কোর একশ ছোঁয়। ৪৯ বলে দুটি করে চার-ছয়ে ৩৫ রান করেন সৌম্য।

১১.৩ ওভারে আজমতউল্লাহর ওভারে শান্তর বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিল আফগানিস্তান। পরে রিভিউ নেয় তারা। কিন্তু সেখানে মেলেনি সাফল্য। বল ব্যাটেই লাগেনি। তাতে নষ্ট হয়েছে আফগানিস্তানের প্রথম রিভিউ।

শান্ত-সৌম্যর ব্যাটে পঞ্চাশ ছাড়ালো বাংলাদেশ

২৮ রানে ওপেনার তানজিদ তামিমের উইকেট পড়লেও শান্ত-সৌম্যর ব্যাটে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতে দেখে শুনে ব্যাট করতে থাকা সৌম্য ধীরে সুস্থে হাত খুলেছেন। শান্তও নামার পর স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট করছেন। তাতে ৯ ওভারেই পঞ্চাশ ছাড়িয়েছে দলের স্কোর। দশ ওভারে শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৫৯।

আক্রমণাত্মক হতে গিয়ে আউট তানজিদ

দেখে শুনে শুরুর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাত খুলতে শুরু করেছিলেন ওপেনার তানজিদ তামিম। ফারুকির তৃতীয় ওভারেই মারেন দুটি চার। প্রথম ওয়ানডে জয়ের নায়ক অফস্পিনার গজনফর অপরপ্রান্তে বোলিং করছিলেন। তার চতুর্থ ওভারে ছয় মেরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের বার্তা দিতে থাকেন তামিম। যদিও দ্বিতীয় বলে উইকেট বিলিয়ে আসেন একই রকম শট খেলতে গিয়ে। মেরে খেলতে গেলে ক্যাচ উঠে যায় মিড অনে। তাতে মোহাম্মদ নবীর হাতে ২২ রানে ফিরেছেন তামিম। তাতে চার ছিল ৩টি। ছক্কা একটি। অপরপ্রান্তে সৌম্য সরকার ছিলেন ভীষণ সতর্ক।

টস জিতেছে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

আট মাস পর ওয়ানডে খেলতে নেমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাজে শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হেরেছে। সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে সিরিজে প্রথমবারের মতো টস জিতেছে লাল-সবুজ দল। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুরুতে সহায়তা পাবেন দেখে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। আশা করছেন, পরের ইনিংসে বোলাররা কাঙ্ক্ষিত সুইং পাবেন। অপর দিকে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদী বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা।

একাদশে কারা

একাদশে প্রত্যাশিত পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নাসুম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের বিশ্বকাপে।

চোটের কারণে মুশফিকুর রহিম না থাকায় জাকের আলীর অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। কিপিংয়ের দায়িত্বও সামলাবেন তিনি। আফগান দল অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক) মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: সেদিকুল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন