হোম জাতীয় সৌদি প্রবাসীর মরদেহের পাশেই পড়ে ছিল রক্তাক্ত কুড়াল

জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জে বিল থেকে মুজিবুর রহমান নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি রক্তাক্ত চাইনিজ কুড়াল পাওয়া যায়।

রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে খাসকান্দির বেগমবাজারের সরকারবাড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৌদি প্রবাসী মুজিবুর রহমান চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

স্বজনারা জানায়, শনিবার (৯ মার্চ) পৈত্রিক জমি নিয়ে সালিশ শেষ হয় দুপুর ১২টার দিকে। ২০ শতাংশ জমি মুজিবের বুঝিয়ে দেয়ার রায় হয়। কিন্তু দখলদারদের কেউ কেউ সেই রায় পর উল্টো হুমকি দেয় মুজিবুরকে। কয়েক মাস আগে বিদেশ থেকে আসা মুজিবুর বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানাতে বাড়ি থেকে বিকেল ৩টায় বের হন। কিন্তু আর ফিরেনি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার বেগমবাজারের সরকারবাড়ির বিল থেকে নিখোঁজের ১৭ ঘন্টা পর সৌদি প্রবাসী মুজিবুর রহমাননের মরদেহ উদ্ধার হয়। মরদেহের পাশে রক্তাক্ত চাইনিজ কুড়াল পাওয়া যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, হতাকাণ্ডের সঙে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে। নিহতের মোবাইলের সবশেষ লোকেশন এবং সন্দেহভাজনদের অবস্থান নিয়েও বিশেষজ্ঞরা কাজ করছেন।

মুজিবুর রহমান তিন সন্তানের জনক। বড় ছেলে রনি এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রবিবারও তার পরীক্ষা ছিল।

এসএসসি পরীক্ষারত ছেলে মোহাম্মদ রনি বাবার শোক সইতে পারেছ না। তারপরও সবার অনুরোধে পিতা হারানোর বেদনায় কাতর রনি পরীক্ষার বেঞ্চে বসেছে। তবে হল থেকে বের হয়েই বাবার মনদেহের কাছে সিরাজদিখান থানায় চলে আসে। মাথায় কুড়াল দিয়ে কোপানো লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়লা তদন্তের জন্য নেয়ার প্রস্তুতি চলছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন