হোম আন্তর্জাতিক সৌদিতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (৩ আগস্ট) পশ্চিমাঞ্চলের তাবুক শহরের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সকলেই পাবে।’ প্রবাসীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মানকে আরও সমুন্নত করার অনুরোধ জানান তিনি।

তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যালনাল স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেন তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সচেষ্ট রয়েছে।

প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়াও কোনো প্রয়োজন হলে দূতাবাস ও কনস্যুলেটের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এ মতবিনিময় সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেন। তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও সফল একটি কৃষি খামার, যা প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে। এখানে প্রায় ৩০ লাখ বিভিন্ন ধরনের কৃষি ও ফলের গাছ রয়েছে।

খামারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি কৃষিপণ্য উৎপাদনশীল রাষ্ট্র এবং কৃষিক্ষেত্রে এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা সৌদি আরবের কৃষিপণ্য উৎপাদনে সহায়ক হতে পারে। বহু বাংলাদেশি শ্রমিক এ কৃষি খামারে কর্মরত। এ সময় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজখবরও নেন রাষ্ট্রদূত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন