হোম অর্থ ও বাণিজ্য সৌদিতে পাকিস্তানের গরুর মাংস আমদানি নিষিদ্ধ

বাণিজ্য ডেস্ক :

গরুর লাম্পি স্কিন রোগের (এলএসডি) কারণে পাকিস্তান থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আবর।

পাকিস্তানের করাচিভিত্তিক ইংরেজি পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল নিউজ এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবের কারণে পাকিস্তানে গবাদি পশু সম্পদের ‍ওপর প্রভাব পড়েছে। এরমধ্যেই শুক্রবার (০৮ এপ্রিল) সৌদি আরব পাকিস্তান থেকে গরুর মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

পাকিস্তানের খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এলএসডির কারণে সৌদি আবর গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি কর্তৃপক্ষ তাদের জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তারা।

জিও নিউজের সঙ্গে আলাপকালে, সৌদি আরব দূতাবাস বলছে, সৌদি আরব সাময়িকভাবে পাকিস্তান থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করেছে। এটি উল্লেখ করা প্রাসঙ্গিক যে এলএসডি দেশে, বিশেষ করে করাচিসহ সিন্ধুতে ছড়িয়ে পড়েছে। এ রোগটিতে হাজার হাজার গবাদি পশু আক্রান্ত হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন