হোম খেলাধুলা সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

খেলার সংলাপ :

আর্থিক অনিয়ম ঢাকতে মিথ্যা তথ্য দেয়ার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। তার সঙ্গে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে।

শুক্রবার (১৪ এপ্রিল) ফিফা তাদের এক বিবৃতিতে সোহাগের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ এনে এ শাস্তি নির্ধারণ করে।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বাফুফেকে দেয়া ফিফার ফান্ড নিয়ে মিথ্যা তথ্যের আশ্রয় নিয়েছেন সোহাগ। তদন্ত কমিটির অনুসন্ধানে মিলেছে সে প্রমাণ। তার বিরুদ্ধে ফিফার কোড অব ইথিকসের  আর্টিকেল ১৩, ১৫ এবং ২৪ ভঙের প্রমাণ মিলেছে।
 
আর এই অপরাধের শাস্তি হিসেবে সোহাগকে সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে দুই বছর নিষিদ্ধের পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।
 
ইতিমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে সোহাগকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন