হোম জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: উপদেষ্টা ফারুকী

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: উপদেষ্টা ফারুকী

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

অনলাইন ডেস্ক:
গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও, আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুকী বলেন, আগামী বছরের বইমেলা শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণে করার জন্য গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও, আমরা সোহরাওয়ার্দী উদ্যানেও মেলা আয়োজনের জন্য কাজ করছি। আশা করি, সোহরাওয়ার্দীতেই মেলা হবে।

গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত এক দশক ধরে একাডেমি প্রাঙ্গনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও মেলার পরিধি বাড়ানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন