হোম ফিচার সোর্স দিয়ে বাসে তল্লাশি, কুমিল্লায় পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক:

কুমিল্লা দাউদকান্দি চান্দিনা মহাসড়কে পুলিশ বাস থামিয়ে সোর্সের মাধ্যমে যাত্রীদের তল্লাশিমূলক বিভিন্ন হয়রানির তথ্য আসে সময় সংবাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গত ১৬ সেপ্টেম্বর সময় সংবাদ একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা যায় দাউদকান্দি ও চান্দিনা মহাসড়কে বাস থামিয়ে সোর্স দিয়ে বাসের যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। সময় সংবাদের ক্যামেরা দেখে সোর্স গাড়ি থেকে নামার চেষ্টা করলে যাত্রীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় যাত্রীরা অভিযোগ করে প্রায় সময় পুলিশ সোর্স দিয়ে বাসে তল্লাশি চালায়।

সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়। তারপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের পর রিপোর্ট প্রদান করলে কুমিল্লা জেলা পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তকৃত পুলিশ উপ-পরিদর্শকরা হলেন, দাউদকান্দি থানার পুলিশ উপ-পরিদর্শক সুদর্শন দে এবং চান্দিনা থানার পুলিশ উপ-পরিদর্শক হুমায়ুন কবির।

তাছাড়া সাবেক দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া, বর্তমান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খানকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা তলব করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সময় সংবাদকে জানান, ২ জন পুলিশ উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে ৩ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। স্পষ্টভাবে তাদেরকে বলা সত্ত্বেও কেন সোর্স দিয়ে তল্লাশি করা হয়েছে এ বিষয়ে ব্যাখা চাওয়া হয়েছে। তাদের কাছ জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন