হোম আন্তর্জাতিক সোমালিয়ায় বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

সোমালিয়ায় বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

কর্তৃক
০ মন্তব্য 296 ভিউজ

অনলাইন ডেস্ক:

গত বছর সোমালিয়ায় চালানো এক বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয় বলে স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হর্ন অব আফ্রিকার দেশগুলোতে পরিচালিত যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই স্বীকারোক্তি দিয়েছে। সোমবার আফ্রিকমের এক প্রতিবেদনে এই স্বীকারোক্তি দিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এনিয়ে সোমালিয়ায় দ্বিতীয়বারের মতো বেসামরিক মানুষ হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র।

প্রায় দুই দশক ধরে সোমালিয়াসহ আশেপাশের দেশগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে আল শাবাব। আল কায়েদা সমর্থিত গোষ্ঠী আল শাবারের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার সরকারকে সহায়তা দিচ্ছে আফ্রিকম। মানবাধিকার গ্রুপগুলো দীর্ঘদিন থেকেই আফ্রিকমের বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আনলেও ২০১৮ সালের এপ্রিলে সোমালিয়ায় প্রথমবারের মতো এই ধরনের ঘটনার স্বীকারোক্তি আসে। সেসময় মধ্যাঞ্চলীয় এল বুর এলাকায় দুই জনকে হত্যার স্বীকারোক্তি দিয়ে মার্কিন কর্তৃপক্ষ দাবি করে অনিচ্ছাকৃতভাবে তাদের হত্যা করা হয়েছে।

সোমবার আফ্রিকমের কমান্ডার ও মার্কিন সেনাবাহিনীর জেনারেল স্টিফেন টাউনসেন্ড তার প্রতিবেদনে জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক বিমান হামলায় দুই বেসামরিক নিহত ও অপর তিন জন আহত হন। ওই হামলায় আল শাবাবের দুই সদস্যও নিহত হয় বলে দাবি করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন