সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক চায়না বাংলা গ্রপের এমডি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের জানাযা নামাজ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ২ টায় অনুষ্ঠিত হবে। স্থান: সাতক্ষীরা শহরের বাটকেখালি কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
মরহুমের জানাযা নামাজে শরীক হওয়ার জন্য সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সম্মানীত সদস্যসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত; গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ……রাজেউন)। রবিবার বিকালে দুবাই থেকে বিমান যোগে তাঁর মৃতদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছে।