হোম অর্থ ও বাণিজ্য সোনার দাম ঠেকলো প্রায় ৯১ হাজারে

বাণিজ্য ডেস্ক :

দাম বেড়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকায় ছাড়ালো এক ভরি সোনার দাম। এবার ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, রোববার (৮ জানুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৭৪৫ টাকা দাঁড়িয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম পড়বে ৬১ হাজার ৮৭৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে বিদায়ী বছরের ২৯ ডিসেম্বর সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ নির্ধারণ করে বাজুস। সে সময় সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম করা নির্ধারণ করা হয়েছিল ৬০ হাজার ৩০২ টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন