জাতীয় ডেস্ক:
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বগাদিয়া আমির উদ্দিন হাজী বাড়ির সামনে খড়ের স্তূপের ভিতর থেকে একটি পাইপগান, দুইটি বার বোর কার্তুজ, ধারালো ছুরি, বাটালিসহ টিন ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যার হলো: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার জালিয়াকান্দি গোলন্দাজ বাড়ির বেলাল হোসেন (৩৭), মনির হোসেন (৩০), অপরজন নোয়াখালীর বেগমগঞ্জের কোয়ারিয়া গ্রামের মো. জাকির হোসেন (৩৬)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গ্রেফতার হওয়া তিন ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আসামিদের বিরুদ্ধে নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
