হোম খেলাধুলা সেমিতে ওঠার সমীকরণ সহজ হলো বাংলাদেশের!

খেলাধূলা ডেস্ক :

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভসূচনা হয় বাংলাদেশের। পরের ম্যাচে প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারলেও নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রইল বাংলাদেশের।

রোববার (৩০ অক্টোবর) নাটকীয় আর শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। মোসাদ্দেকের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টাইগারদের জয় তিন রানে। আগে ব্যাট করে শান্তর ৭১ রানে ভর করে ১৫০ রানের পুঁজি পায় সাকিবের দল। জবাব দিতে নেমে ১৩৫ রানে থামে জিম্বাবুয়ে। তিন উইকেট নিয়ে ম্যাচসেরা তাসকিন আহমেদ।

এ জয়ে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমানসংখ্যক ম্যাচে ৩ নম্বরে দক্ষিণ আফ্রিকা। এছাড়া পাকিস্তান রয়েছে ৫ নম্বরে এবং নেদারল্যান্ডস রয়েছে টেবিলের তলানিতে। এমন পরিস্থিতিতে সেমিফাইনালের টিকিট কাটার সুযোগ রয়েছে সাকিবদের জন্য।

আগামী বুধবার (২ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ লিগের শেষ ম্যাচ আগামী রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে সাকিব বাহিনীকে।

বাকি দুটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮। তাহলে সেমিফাইনালে চলে যাবে টাইগাররা। এর মধ্যে ভারত হারলে তাদের পয়েন্টও হবে সর্বোচ্চ ৮ (যদি রোহিত শর্মার দল বাকি ম্যাচগুলোতে জেতে)। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে ভারতের জয় চাইবে বাংলাদেশ। এতে দুই আফ্রিকার দলেরই পয়েন্ট সাতের বেশি হবে না। ফলে সেমিফাইনালে চলে যেতে পারবে ভারত ও বাংলাদেশ।

তবে যদি প্রোটিয়াদের কাছে ভারত হেরে যায়, তাতেও সেমিতে যেতে পারে বাংলাদেশ। আর সেক্ষেত্রে বাকি ম্যাচগুলো জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। এতে তাদের পয়েন্ট হবে ৯। আর ভারতের পয়েন্ট হবে ৬। তখন সবগুলো ম্যাচ জিতেছে ধরলে ৮ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে বাংলাদেশ।

এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতে গেলেও সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ে জিতে গেলে তাদের পয়েন্ট হবে ৭। এতেও বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন