হোম এক্সক্লুসিভ সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

জাতীয় ডেস্ক:

চাঁদপুরে ঈদের দিন সেমাই খাওয়ার পর নারী ও শিশুসহ একই পরিবারের আট জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং গুরুতর অসুস্থ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজারের মধ্য শ্রীরামদী শাহজাহান মাতবর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

অসুস্থরা হলো- শিশু আব্রাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩৫)।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, ঈদের দিন সকালে নামাজ শেষে রান্না করা সেমাই খাওয়ার পর একই পরিবারের আট জন অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা বাসুসহ আরও কয়েকজন জানান, সেমাই খাওয়ার পরই এই আট জন অসুস্থ হয়ে পড়েন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার জানান, অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, তবে রান্না করা সেমাইয়ে বিষক্রিয়া ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন