হোম অন্যান্যসারাদেশ সেবার মানসিকতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি…. এমপি বাবু

সেবার মানসিকতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি…. এমপি বাবু

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

খুলনা অফিস :

খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে। দেশের সকল ধর্মের মানুষ যাতে উৎসবের সহিত নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে এ জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার সকল ধর্মকে গুরুত্ব দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করছে উল্লেখ করে সাংসদ বাবু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল মানুষ যেমন শান্তিতে বসবাস করে তেমনি সকল ধর্মের মানুষ উৎসবের সাথে ধর্মীয় উৎসব উদযাপন করে। তিনি এলাকার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা কিছুটা অবহেলিত হলেও এখানে অনেক সম্ভাবনা রয়েছে।

এ মাটিতেই জন্মগ্রহণ করেছেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক, দানবীর মেহের মুছুল্লী, ফকির আলম শাহ সহ অনেক গুণি ব্যক্তি। এ অঞ্চল থেকেই সোনার বাংলা গড়ার শুভসূচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও গুণি ব্যক্তিদের স্মৃতি বিজড়িত এলাকাকে সুন্দরভাবে সাজাতে চায়। এ লক্ষে এলাকার উন্নয়নে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। নির্বাচনী এলাকার গোলখালীতে স্থাপন করা হচ্ছে পর্যটন কেন্দ্র। প্রধান সড়ক করা হচ্ছে প্রশস্ত ও সরলীকরণ। জেলা শহরে যাতায়াত সহজ করতে বিকল্প রুট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের জীবনমান আগের চেয়ে অনেক উন্নত হবে। এমপি বাবু আরো বলেন, ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে এলাকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে ঘোষিত ৪ সদস্যের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ২ জন সনাতন ধর্মের নেতা রয়েছে। এভাবেই এলাকার সকল ক্ষেত্রে সকল ধর্মের মানুষ সমান সুযোগ পাচ্ছে। তিনি বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য করেছেন। এর চেয়ে সম্মান ও মর্যাদার আর কোন কিছুই হতে পারে না। কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলাম সততার সহিত দায়িত্ব পালন করবো। দায়িত্ব গ্রহণের পর হতে এখনো পর্যন্ত কোন অনিয়ম ও দুর্নীতির সাথে আপোষ করিনি। সেবার মানসিকতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সুখের সময় নয়, দুখের দিনে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় সনাতন ধর্মালম্বীদের প্রতি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করার আহ্বান জানান এমপি বাবু।

তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পূজা উদযাপন এবং ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এলাকার ১৩৮টি পূজা মন্ডপের প্রত্যেকটি মন্ডপের অনুকূলে সরকারি ১৭ হাজার, এমপি’র ব্যক্তিগত পক্ষ থেকে ১ হাজার ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ৫শ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন