জাতীয় ডেস্ক:
মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ২৯ কিলোমিটার রেললাইনের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। চীন থেকে আনা মেশিনে বসানো হচ্ছে পাথর। আগামী সেপ্টেম্বরেই ঢাকা-ভাঙ্গা যাত্রী ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ( ১১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্র্যাক ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আলী লেবু।
পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্ক প্রথমবারের মত ঢাকার সাথে রেলপথে যুক্ত করছে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর জেলাকে।
প্রকল্প কর্তৃপক্ষ বলছেন, চূড়ান্ত কাজ শেষ পর্যায়ে। তাদের আশা, আগামী মাসেই ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে ভাঙা পর্যন্ত যাত্রী ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্র্যাক ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আলী লেবু বলেন, প্রকল্পের কাজ পুরোদমে চলছে। আমাদের সব কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে পারবো। দেশের ইতিহাসে এই সংযোগ একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আগামী সেপ্টেম্বরেই এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭২ কিলোমিটার দীর্ঘ রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হলে ট্রেনে রাজধানী থেকে যশোরের দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার।