স্পোর্টস ডেস্ক:
চূড়ান্ত হয়েছে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ। বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি সারতে সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৪ ও ৭ তারিখে।
সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ দলের প্রতিপক্ষের নাম জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে ভেন্যুর নাম এখনও প্রকাশ করেননি তিনি। তবে দুইটি ম্যাচই দেশের মাটিতে অনুষ্ঠিত হবে।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলব আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।’
এদিকে দুই দিন আগে বাফুফের এক সূত্র জানিয়েছিল, সেপ্টেম্বরে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তবে এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলতে চাইছে। ফলে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও সেই আফগানিস্তান। তবে তৃতীয় ম্যাচ খেললে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কিরগিজস্তান, মিয়ানমার, নেপাল বা লাওসের মধ্যে কোনো একটি দল।
২০ অগাস্ট থেকে ক্যাম্প শুরুর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন কাজী নাবিল আহমেদ। সাফ চ্যাম্পিয়নশিপ শেষে কোচ কাবরেরা রয়েছেন ছুটিতে। তিনি ৯ অগাস্ট দেশে ফিরলে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে ১৫৭তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৯।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি লেগের ম্যাচ ১৭ অক্টোবর, নিজেদের মাঠে।