নড়াইল প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং করেছেন। এর অংশ হিসেবে নড়াইলে বাজার মনিটরিং কার্যক্রমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে।
রোববার দুপুরে নড়াইল পৌরসভা রূপগঞ্জ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন সংশিষ্ট কর্মকর্তারা। নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস,সহকারি কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারীসহ সেনাবাহিনীর একটি দল এ সময় উপস্থিত ছিলেন।