স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৩৭ বছর বয়সি রিয়াদ। তার প্রভাব পড়েছে আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়েও। অন্যদিকে নিজেকে হারিয়ে খোঁজা সাকিব পেয়েছেন দুঃসংবাদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) একাই বুক চিতিয়ে লড়াই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যর্থতার মিছিলে শামিল না হয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আগের দুই ম্যাচেও খেলেছিলেন চল্লিশোর্ধ ইনিংস। ফলে বুধবার (২৫ অক্টোবর) প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। গত সপ্তাহে তিনি ৫৯ নম্বরে ছিলেন।
রিয়াদের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছেন টাইগারদের দলপতি সাকিব আল হাসান। বিশ্বকাপে ৪ ম্যাচে ৫৬ রান করে দুই ধাপ পিছিয়েছেন তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।
শুধু ব্যাটারদের র্যাঙ্কিংয়েই যে অবনতি হয়েছে তা নয়। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও কমেছে রেটিং পয়েন্ট। ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত সপ্তাহে সাকিবের রেটিং ছিল ৩৭২। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৩২৪-এ। তালিকার দুইয়ে থাকা মোহাম্মদ নবিরও রেটিং কমেছে; ৩০১ পয়েন্ট নিয়ে জায়গা ধরে রেখেছেন।
বিশ্বকাপের ধুন্ধুমার খেলার মাঝে ব্যাটার-বোলারদের শীর্ষস্থান নিয়ে লড়াই জমে উঠেছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর আজমকে টপকে যেতে শুভমান গিলের প্রয়োজন মাত্র ৭টি পয়েন্ট। আর বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জশ হ্যাজেলউডের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতের মোহাম্মদ সিরাজ।
এদিকে বিশ্বকাপের মধ্যেই দেশে ফিরে এসেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ায় ব্যক্তিগতভাবে অনুশীলন করতে ঢাকায় এসেছেন তিনি। আজ বুধবার সকালে দেশে ফিরে দুপুরেই মিরপুরের হোম অব ক্রিকেটে গিয়ে ক্রিকেটগুরু নাজমুল আবেদীন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন তিনি। ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। পরদিন ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।