হোম অন্যান্যসারাদেশ সেচ্ছাসেবী সংগঠন মানবিক’ নড়াইলের উদ্যোগ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় 
নড়াইল অফিস :
নড়াইলে রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ কর্মসূচি আয়োজন  করে মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ)। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার ১৭ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উপদেষ্টা ডি আই জি শেখ নাজমুল আলম বিপিএম বার,পিপিএম বার (সি আই ডি) এর দিক নির্দেশনায় মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর ক্রিয়েটার এডমিন হুমাইরা হক এর নেতৃত্বে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, শিক্ষক রজিবুল ইসলাম সহ মানবিক নড়াইল এর,এডমিন মহিমা ইসলাম,মডেরেটর সুমাইয়া দিলশাদ তমা,তৌহিদুল ইসলাম, সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন,আশরাফুল ইসলাম,জাহিদুল হক,ফরাজী রফিক,আরমান,সাব্বির হাসান,এস এ শাহারাজ,নেওয়াজ নাইদ,আরমান,মিরাজ,আমানত, কালিয়া মানবিক ব্লাড ব্যাংক এর এডমিন জিলহজ খান,সহ আরো অনেকে।এসময় সাড়ে ৪ শতাধিক নারী-পুরুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
মানবিক নড়াইল স্বেচ্ছাসেবী রক্তদাতা গ্রুপ এর মডেরটর ও সেচ্ছাসেবক সুমাইয়া দিলশাদ তমা বলেন,আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ নিয়ে নড়াইলের জেলার প্রতিটি ইউনিয়ন ব্যাপি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে।
উল্লেখ্য,এপ্রিলের ১৬ তারিখ ২০১৯ সাল থেকে একঝাঁক তরুন তরুনী নড়াইলের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের গরীব অসহায় রোগীদের রক্তের চাহিদা পূরনের লক্ষ্য নিয়ে মানবতার সেবায় কাজ শুরু করে যাচ্ছে।এছাড়াও মানুষকে রক্ত দেয়া,গরীবদের শীত বস্ত্র বিতরন,রক্তের গ্রুপ নির্ণয়,অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন বিতরনসহ সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংগঠনটি।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন