খেলার সংলাপ:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটায় ঠিক নিজের মতো খেলতে পারছেন না সূর্যকুমার যাদব। দলের জয়ে অবদান রাখছেন ঠিকই কিন্তু তার সেই বিধ্বংসী ব্যাটিং যে অনুপস্থিত। তবে এরই মধ্যে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করে ফেলেছেন টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটার। তার সামনে এখন হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার সুযোগ।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৪৭ রান করে ক্যারিয়ার সেরা ৯১০ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ভারতীয় বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটার দ্বিতীয় ম্যচে অবশ্য করেন ৩১ বলে ২৬ রান। তাতে রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৮। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে রান পেলে ইতিহাস গড়ে ফেলবেন সুর্যকুমার। তিনি হয়ে যাবেন ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ভার্সনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনকারী ব্যাটার।
বুধবার (১ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় ইনিংস খেলতে পারলে মালানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন ভারতের এই ব্যাটার।
সূর্যকুমারের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তবে এই মুহূর্তে পাকিস্তানের কোনো খেলা না থাকায় সূর্যকুমারকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউই নেই।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ভালো করায় র্যাঙ্কিংয়ে ভালো উন্নতি ঘটেছে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের। অপরাজিত অর্ধশতক হাঁকানো ড্যারেল মিচেল ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে। ওপেনার ফিন অ্যালেন আট ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে।
ভারত সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনার ব্যাটে বলে অবদান রেখে উন্নতি করেছেন বোলার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। বোলারদের র্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে। নয় নম্বরে আছেন তিনি। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ। উঠে এসেছেন ২৩ নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন বাভুমা। দ্বিতীয় ওয়ানডেতে তো করেছেন সিরিজ জেতানো সেঞ্চুরি। তাতে এরই মধ্যে সিরিজ জয় তো নিশ্চিত হয়েছেই, র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি। ২৭ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাসি ফন ডার ডুসেনও। তাতে তার রেটিং পয়েন্ট বেড়েছে ২৭। ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন তিনি। ৮৮৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।