মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য আলহাজ এসএম ইয়াকুব আলী অসহায়-দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুরের নিজ গ্রাম আগরহাটি মসজিদের সামনে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের এসব বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন চিন্তা-চেতনা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তমানদের সমাজের দুস্থ্য অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। এতে দেশের অসহায় মানুষ উপকৃত হবে।
এ সময় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, এক অসহায় নারীকে সেলাই মেশিন এবং শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রি (চাল, ডাল, তেল, আলু, চিনি, চিড়া) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ বাবুল আক্তার, প্রবাসী সাংবাদিক মণিরুজ্জামান টিটো, স্থানীয় ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম বুলু, সাবেক কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, সাবেক ইউপি সদস্য ফরিদ হোসেন, সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের প্রতিষ্টাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক আব্দুল্লাহ সোহান, তাজ্জামুল হুসাইন, রিপন হোসেন প্রমূখ।