হোম ফিচার সুস্মিতা-মোদির সম্পর্কে ফাটল!

বিনোদন ডেস্ক :

ভারতের বিখ্যাত স্পোর্টস লিগ আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি আর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এ বছরের জুলাইতেই তাদের মালদ্বীপ ভ্রমণের ছবি প্রকাশ করে নিজেদের সম্পর্ক জনসম্মুখে আনেন। প্রেমে মত্ত ললিত তার ইনস্টাগ্রামে সুস্মিতার নাম ও ছবি যোগ করেও দেন। তবে হঠাৎ করেই সব হাওয়া!

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামের বায়ো থেকে সুস্মিতার নাম সরিয়ে দিয়েছেন ললিত মোদি। শুধু তাই নয়, নিজেদের যুগলবন্দী ছবিও বদলে ফেলেছেন ইনস্টগ্রাম আইডি থেকে। সবে দুমাস আগে জনসম্মুখে আসা সম্পর্ক কি তবে ভাঙতে চলেছে?

আইপিএলের প্রথম সভাপতি ললিত মোদি এ বছরের জুলাই মাসে সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে নিজের সম্পর্কের খোলাসা করেন। নিজেদের ছুটি কাটানোর ভালোবাসার মুহূর্তও ভাগাভাগি করে নেন জনসাধারণের সঙ্গে। ছবি শেয়ার করা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের নিজের ডিপি অর্থাৎ ডিসপ্লে পিকচারে সুস্মিতার সঙ্গে ছবি দেন। এমনকি ইনস্টাগ্রামের বায়োতেও লেখেন, অবশেষে আমার অপরাধের সঙ্গীর সঙ্গে নতুন জীবন শুরু করছি। আমার ভালোবাসা সুস্মিতা সেন।

এদিকে মঙ্গলবার সকালে দেখা যায় দীর্ঘ দু মাস পর প্রোফাইল ছবি বদলে ফেলেছেন ললিত মোদি, বায়োতেও নেই সুস্মিতাকে মেনশন। যদিও ললিত মোদি কিংবা সুস্মিতা সেন নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে এবারে শোনা যাচ্ছে, প্রেমের জল বেশিদূর গড়ানোর আগেই ভাঙনের পোকা ধরেছে ই যুগলের মধ্যে।

সূত্র: এনডিটিভি

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন