হোম জাতীয় সুস্থ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে প্রধান বাধা মাদক: টুকু

জাতীয় ডেস্ক:

তরুণ সমাজকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

রোববার (২৫ জুন) বারডেম হাসপাতাল মিলনায়তনে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি টুকু বলেন, সুস্থ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে প্রধান বাধা মাদক। তাই তরুণ সমাজকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইইউবিএটি’র শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন