হোম রাজনীতি সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি বিএনএম প্রার্থীর

সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি বিএনএম প্রার্থীর

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

রাজনীতি ডেস্ক:

কর্মী-সমর্থকদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি, নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনএম মনোনীত প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা সদরের ফুড অফিস মোড়ে মাওলানা আব্দুল মতিনের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

এসময় তিনি অভিযোগ করেন, নোঙর প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে নৌকার কর্মী-সমর্থকরা।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন বলেন, ‘আমার নোঙর প্রতীকের নির্বাচনী পোলিং এজেন্ট ও নারী প্রচারকর্মীদের হুমকি দেয়া হচ্ছে। এমনকি ভোটারদের মধ্যে যারা বিভিন্ন সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা পায়, তাদেরকে নৌকায় ভোট না দিলে ভাতার কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে নোঙর প্রতীকের কর্মী-সমর্থকদের হত্যা করে বালিচাপা ও নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন নৌকার কর্মীরা।’

বিএনএমের এই প্রার্থী আরও বলেন, গত ২ ডিসেম্বর আমার বাড়ি এবং আশপাশে ককটেল বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর ফলে আমি ও আমার কর্মী-সমর্থকরা আতংকে আছি। একজন প্রার্থীকে টার্গেট করে এ ধরণের হামলা একটি অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়ে আব্দুল মতিন জানান, সকালে তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে এসব বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তারা নির্বাচনের পরিবেশ তৈরির আশ্বাস দিয়েছেন। শেষ পর্যন্ত তা না হলে নির্বাচন বর্জনের সিন্ধান্ত নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন