হোম জাতীয় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার

জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। সেই সঙ্গে রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) জাতীয় নির্বাচনথেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার তাকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

এর আগে গত সোমবার (২৫ ডিসেম্বর) হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। জেলা প্রশাসক হিসেবে যোগদানের ৫ মাস ৪ দিন পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কিছু অভিযোগের ক্ষেত্রে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় নির্বাচন কমিশন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, কিছু সমস্যা ও অভিযোগতো আছেই। এমনি এমনি তো কাউকে প্রত্যাহার করা হয় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই তাকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন