হোম অন্যান্যসারাদেশ সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর ) সকালে সুলতান ম চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয় কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পৌর মেয়র আজ্ঞুমান আরা, চিত্রশিল্পী বিমানেস , এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ।

প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫শত শিশু-কিশোর অংশগ্রহণ করে। আগামী কাল রাতে এ প্রতিযোগিতার ফলাফল দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী কাল শনিবার চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্ম জয়ন্তী উপলক্ষে দুপুরে চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন