জাতীয় ডেস্ক:
সুপ্রিম কোর্টে নিয়মিত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম’র (এসআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিয়মিত সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
এতে সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দফতর সম্পাদক হিসেবে কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম ও কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের মহিউদ্দিন মধু, সারাবাংলার কামরুল ইসলাম ফকির, আরটিভির অধরা ইয়াসমিন, নাগরিক টিভির অলিউল ইসলাম রনি, মানবজমিনের শরীফ রুবেল, নিউজ-২৪ এর তসলিমুল আলম তৌহিদ, আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান, এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ-২৪ এর মাহমুদুল হাসান ও দেশ টিভির সাবরিনা মজুমদার।