হোম জাতীয় সুপারি চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক :

লালমনিরহাটে সুপারি চুরির অপবাদ দিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ওই এলাকার প্রিয় নাথ রায় ও তার ছেলে রবিন চন্দ্র রায়।

স্থানীয়রা জানান, গাছের সুপারি চুরি করার অভিযোগে প্রিয় নাথ রায় ও তার ছেলে রবিন চন্দ্র রায় শনিবার বিকেলে শিশুটিকে তার বাড়ি থেকে ধরে আনে। পরে গাছে বেঁধে নির্যাতন শুরু করে। এরপর ঘরের ভেতরে নিয়ে আরেক দফা নির্যাতন করা হয়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এদিকে শিশুটিকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলেও এ ব্যাপারে কিছুই জানে না পুলিশ প্রশাসন।

যোগাযোগ করা হলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন