হোম ফিচার ‘সুপারস্টার’ রজনীকান্তের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার ‘সুপারস্টার’ খ্যাত রজনীকান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার বাঙ্গুনান পেরদানা পুত্রায় নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান তিনি।

এই মুহূর্তে রজনীকান্ত অভিনীত একটি সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গত ১০ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পায় ‘জেলার’ নামের সিনেমাটি। মুক্তির পর এটি এরই মধ্যে ৬৫০ কোটি রুপি আয় করেছে। সাফল্য উদযাপন করছেন সিনেমার অভিনেতা ও কলাকুশলীরা।

সিনেমাটি মালয়েশিয়াতেও মুক্তি পেয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে। ‘জেলার’র সাফল্য দেখতেই মালয়েশিয়ায় সফরে আসেন রজনীকান্ত। সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় রজনীকান্তের পরনে ছিল সাদা লুঙ্গি ও গেঞ্জি। আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছিলেন ফর্মাল পোশাকে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রজনীকান্তের সঙ্গে সাক্ষাতের বিষয়টি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, ‘আজ আমি ভারতীয় চলচ্চিত্র তারকা রজনীকান্তের সাক্ষাৎ পেয়েছি, যিনি এশিয়ান ও আন্তর্জাতিক অভিনয় জগতের মঞ্চে এক পরিচিত নাম। বিশেষ করে জনগণের দুঃখ-দুর্দশার বিষয়ে তিনি আমার সংগ্রামের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা আমি উপলব্ধি করি।’

তিনি আরও বলেন, ‘যে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে, তার মধ্যে অবশ্যই সেসব সামাজিক বিষয়গুলো ছিল যা ভবিষ্যতে তার চলচ্চিত্রগুলোতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। প্রার্থনা করছি, রজনীকান্ত সিনেমার জগতে আলো ছড়ানো অব্যাহত রাখবেন।’

এর আগে ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রজনীকান্ত। এর আগে ২০১৭ সালে নাজিবের ভারত সফরের সময় দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতেও তাদের দেখা হয়েছিল।

রজনীকান্ত ১৯৭৩ সালে অভিনয়ে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে মুথু, পদাইয়াপ্পা, শিবাজি: দ্য বস এবং এন্থিরান। তার ভক্তদের কাছে ‘দ্য বস’ ও ‘সুপারস্টার’ নামেও পরিচিত। পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন