হোম খুলনাসাতক্ষীরা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরাগাং এলাকা থেকে ১০ কেজি রান্না করা হরিণের মাংসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিনিধি :

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরাগাং এলাকা থেকে রান্না করা ১০‌ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রাম থেকে উক্ত হরিণের মাংস ও সরঞ্জাম গুলো জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরাগাং এলাকায় কয়েকজন চোরাশিকারি হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় বনবিভাগের সদস্যরা মরাগাং নদী সংলগ্ন মরাগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ী থেকে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা ১০ কেজি হরিণের মাংস এবং ৫০টি হরিণ শিকারের ফাঁদ ও নাড়িভুড়ি জব্দ করতে সক্ষম হলেও বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারি মাহমুদুল হাসানসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। পলাতক মাহমুদুল হাসান ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন