হোম অন্যান্যসারাদেশ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক, অতঃপর ৩০ হাজার টাকা জরিমানায় মুক্তি

নিজস্ব প্রতিনিধি :

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের একটি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় সরঞ্জামসহ তিন জেলেকে আটক করেছে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা। শনিবার ভোর ৬টার দিকে সুন্দরবনের পালকাটি খাল থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে, বনআইনে ৩০ হাজার টাকা জরিমানা দেয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

জরিমানা দিয়ে মুক্তি পাওয়া তিন জেলে হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের ইসাহাক সরদারের ছেলে সোহরব হোসেন, খলিলুর রহমানের ছেলে নূরুল ইসলাম ও মৌ-খালী গ্রামের খলিলুর রহমানের ছেলে খানজাহান আলী।

বনবিভাগ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পালকাটি খালে কয়েকজন জেলে বিষ দিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬ টার দিকে বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত তিন জেলেসহ তাদের ব্যবহৃত ২টি নৌকা ও ব্যবহার নিষিদ্ধ ভেসালী জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় জেলেরা বিষের বোতল নদীতে ফেলে দেয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের বনআইনে (সিওআর) ৩০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন