নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রজনন মৌসুমে নদীতে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। রোববার ভোরে রাতে বুড়িগোয়ালিনী বনস্টেশনের আওতাধীন কলিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা ও ৩০০ কেজি কাঁকড়া।
আটক জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মোঃ আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, মোঃ নূর ইসলাম, আবু হাসান গাইন, মোঃ রবিউল ইসলাম ও শাজাহান আলী।
বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কালিরখাল এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০০কেজি কাঁকড়া ও ৪টি নৌকাসহ উক্ত ৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রজনন মৌসুমে সুন্দরবনের নদীতে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে উক্ত ৮ জেলেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।