নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ঘুরতে এসে পথ হারিয়ে গহীন সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার টানা ৫ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে রাত ১০ টার দিকে তাদের সবাইকে উদ্ধার করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আগত ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়।
বিকালে ফেরার পথে সুন্দরবনের গহীন খালের মধ্যে পথ হারিয়ে যান তারা। এক পর্যায়ে পথ খুঁজে ঘুরতে ঘুরতে তাদের ট্রলারের তেলও ফুরিয়ে যায়।
এসময় পর্যটকরা ত্রিপল নাইনে (৯৯৯) কল করে সাহায্য চাইলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ, পুলিশের সমন্বয়ে ৬টি আলাদা টিম ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে টানা ৫ ঘন্টা খোঁজাখুঁজির পর তাদের সবাইকে রাতে সুস্থ অবস্থায় উদ্ধার করেন