হোম অন্যান্যসারাদেশ সুন্দরবনে আটকের পর জেলেকে বিষ দিয়ে ফাঁসানোর অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনে প্রবেশকারী এক জেলেকে আটকের পর বিষ দিয়ে মাছ শিকারের মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো ট্যুরিজম ক্যাম্পে। আটককৃত জেলে মোঃ তাইজুল ইসলাম (৩২) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের সিরাজুল ঢালীর ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার রাত ৮টার দিকে বনকর্মী বেলাল হোসেনসহ অন্যরা সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে তাইজুলকে আটক করে। এসময় বিনা অনুমতিতে সুন্দরবনে প্রবেশ করে শিকারকৃত ১০/১২ কেজি চিংড়ি মাছসহ তার জাল ও নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে রাতেই তাকে বন আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

এদিকে বনবিভাগের হাতে আটক তাইজুল ইসলামের দাবি পেটের দায়ে লুকিয়ে বনে ঢুকে মাছ শিকার সত্ত্বেও তিনি বিষ ব্যবহার করেনি। বরং তাকে আটকের পর কলাগাছিয়া ষ্টেশন অফিসে কর্মলতদের দাবিকৃত ১৫ হাজার টাকা দিতে সম্মত না হওয়ায় তারা বিষের বোতল দিয়ে তাকে চালান দেয়ার চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্কের ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের ব্যক্তিগত মুটোফোনে বার বার চেষ্টা সত্ত্বেও বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন