হোম রাজনীতি সুনির্দিষ্ট মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে: আইনমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলছেন, বিএনপি নেতাকর্মী যাদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারেন, অন্য কেউ না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ নির্বাচনী এলাকা (ব্রাহ্মণবাড়িয়া-৪) আখাউড়া সড়ক বাজারে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি কসবা-আখাউড়া জনগণের উন্নয়নের জন্য যা করার দরকার তাই করব। আখাউড়ার মানুষের কাছে আমার চাওয়া হচ্ছে ভালোবাসা। আমি গত ১০ বছর তাদের সেবা করেছি, ভালোবাসা পেয়েছি। এখন আমার চাওয়া হচ্ছে, তাদের যে আমার প্রতি ভালোবাসা তা যেন অব্যাহত থাকে।

কৃষিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী এটি তার ব্যক্তিগত মতামত। এটি দলের অভিমত নয়। এটি আমাদের দলের বক্তব্য নয়, বিষয়টি আমাদের দলের মাননীয় সাধারণ সম্পাদক স্পষ্ট করেছেন।

বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রিজভী সাহেবের বাণীগুলো সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয় এবং আমি বলে দিতে পারি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।

তিনি বলেন, বিএনপি যখন ১০৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে, এই দেশে স্বৈরশাসক চালাচ্ছিল তখনকার বিচার অবস্থা এখন আর নেই। বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন।

এরপর মন্ত্রী আখাউড়া খরমপুরে সৈয়দ গেছু দারাজ শহীদ কল্লা শাহর মাজার শরিফ জিয়ারত করেন। পরে তারাগন পীর সাহেবের মাজার জিয়ারত করে মোগরা ইউনিয়নের গণসংযোগ শেষে ছতুরা শরীফ মাজারেও জিয়ারত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন